'রক্তের জাত নেই, দৃষ্টিতে মৃত্যু নেই' এ স্লোগানে কিশোরগঞ্জের কটিয়াদীতে পালিত হয়েছে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস।
এ উপলক্ষে কটিয়াদী রক্তদান সমিতি আজ শনিবার সকালে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।
শোভাযাত্রা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে বদরুল আলম নাঈমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব আইন উদ্দিন।
বক্তব্য রাখেন ডা. সঞ্জয় দাস, অধ্যক্ষ একেএম ফজলুল হক জোয়ারদার আলমগীর, সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন, রফিকুল হায়দার টিটু, কবি আব্দুল্লাহ আল মামুন, মাহবুবুর রহমান ও সাকিবুল হাসান সোহাগ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন