ময়মনসিংহের গফরগাঁওয়ে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নিয়েছে ৮১৭০পরিক্ষার্থী। এতে প্রথম দিনের বাংলা প্রথমপত্র পরীক্ষায় অনুপস্থিত ছিল ২৮১ জন পরীক্ষার্থী। এর মধ্যে নকল করার অপরাধে ৫ জেএসসি পরীক্ষার্থী বহিষ্কার করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহাবুব উর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে কোন পরীক্ষার্থীকে নকলরত অবস্থায় পাওয়া মাত্র বহিষ্কার করা হবে। এছাড়াও কোন শিক্ষক কর্মকর্তা কর্মচারীকে দায়িত্বরত অবস্থায় নকলে সহযোগিতাসহ দায়িত্বে অবহেলা করলে ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/মাহবুব