কুমিল্লায় কম সময়ে বেশি উৎপাদিত ধানে ঝুঁকছেন কৃষকেরা। তার মধ্যে উল্লেখযোগ্য ব্রি ধান ৮৭। ধানটির জীবনকাল ১২৫ দিন। অন্য ধানের জীবনকাল ১৫০ দিন। জীবনকাল কম হওয়ায় ওই জমিতে রবি মৌসুমের সরিষা ও আলু চাষ করা যায়। অন্য ধান হেক্টরে পাঁচ টন উৎপাদন হলেও ব্রি ধান ৮৭ প্রতি হেক্টরে সাড়ে ছয় টন উৎপাদন হয়। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ব্রি ধান ৮৭ এর চাষ বাড়ছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন মজুমদার।
শনিবার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কালির বাজার ব্লকের ঘিলাতলী গ্রামে ব্রি ধান ৮৭ এর ফসল কাটা উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক ড. মো.আবদুল মুঈদ। এসময় উপস্থিত ছিলেন- জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সুরজিত চন্দ্র দত্ত, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) আইউব মাহমুদ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আউলিয়া খাতুন ও সীমা মন্ডল, সহকারী কৃষি অফিসার কামরুজ্জামান ও উপ-সহকারী কৃষি অফিসার সাহিদা খাতুন প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম