দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ২০১৯ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা আজ শনিবার শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিন বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় ৫ হাজার ৮২৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া কুড়িগ্রাম জেলায় এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শান্তিপূর্নভাবে প্রথম দিনের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. মানিক হোসেন জানান, ২০১৯ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার প্রথম দিন বাংলা পরীক্ষায় ২ লাখ ৪২ হাজার ৫৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২ লাখ ৩৬ হাজার ৭১৯ জন উপস্থিত ছিল এবং ৫ হাজার ৫৮৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষায় অনুপস্থিতির হার ছিল ২ দশমিক ৪০ শতাংশ। ওই দিনের পরীক্ষায় কুড়িগ্রাম জেলায় এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে রংপুর জেলায় ১৫৬২ জন, গাইবান্ধা জেলায় ৭৩০, নীলফামারীতে ৬১১, কুড়িগ্রামে ৭৫৭, লালমনিরহাটে ৪২০, দিনাজপুরে ৭৮৫, ঠাকুরগাঁয়ে ৫৫১ ও পঞ্চগড় জেলায় ৪০৮ জন।
উল্লেখ্য, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলার ৩ হাজার ২৫৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২ লাখ ৬৬ হাজার ৭৪৮ জন পরীক্ষার্থী এবারের জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ