যুদ্ধাপরাধ মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের রায়কে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা অভিযোগে জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার ভোর ৫ টার দিকে রংপুর মহানগরীর পীরজাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সহকারী পুলিশ কমিশনার আলতাব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের রায়কে কেন্দ্র করে গত কয়েকদিন থেকে ওই এলাকায় আটককৃতরা সংঘবদ্ধ হয়েছিল। বিভিন্ন সময় তারা গোপনে মিছিল ও সরকার বিরোধী শ্লোগান দিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে।’
বিডি-প্রতিদিন/শফিক