ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অজ্ঞাত এক যুবকের ট্রেনে কাটা পড়ে মারা গেছে। শনিবার সন্ধ্যায় আখাউড়া রেলজংশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানাগেছে, শনিবার সন্ধ্যায় ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণা এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া জংশনস্টেশন অতিক্রম করা সময় ওই যুবক ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল কান্তি দাশ জানান, ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার কোনো পরিচয় পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম