নাটোর সদর আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুলের পরামর্শক্রমে নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত দুই শ্রমিকের পরিবার এবং বিবাহ উপযুক্ত ছয় শ্রমিক কন্যার বিয়ের জন্য দেড় লক্ষাধিক টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে।
আজ শনিবার বিকেলে শহরের বড় হরিশপুরের ইউনিয়নের প্রধান কার্যালয়ে শ্রমিক পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সাহায্যের চেক তুলে দেন নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকরাম হোসেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ আব্দুল আলিম, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম লাভলু, প্রচার সম্পাদক মোহাম্মদ সেলিম ,কার্য্যকরি সদস্য সাইফুল ইসলাম, শ্রমিক নেতা সাইফুল বাদশা সোলেমান।
বিডি-প্রতিদিন/মাহবুব