আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেন, মূক-বধির বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা লেখাপড়া করে অসাধারণ শিক্ষার্থী হয়ে দেশ গঠনে ভূমিকা রাখবে। এ প্রতিষ্ঠানকে উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। এই শিশুরাই আগামী দিনের অনেক বড় ভূমিকা পালন করবে। এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রয়োাজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।
শনিবার বিকেলে বগুড়া মূক-বধির বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব, শিক্ষার্থীদের জন্য মাইক্রোবাস উদ্বোধন ও বৃক্ষরোপণ শেষে আলোচনা সভায় এসব কথা তিনি বলেন।
বগুড়া মূক-বধির বিদ্যালয়ের সাধারণ সম্পাদক শুভাশীষ পোদ্দার লিটনের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান, সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক টি জামান নিকেতা, সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান দুলু, দপ্তর সম্পাদক জাকির হোসেন নবাব, শিক্ষা বিষয়ক সম্পাদক শাহাদৎ আলম ঝুনু, গাবতলী উপজেলা চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের আহ্বায়ক রফি নেওয়াজ খান রবিন, যুগ্ম আহ্বায়ক শেখ শামীম, বগুড়া মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোকাব্বর হোসেন, মূক-বধির বিদ্যালয়ের দাতা সদস্য সেলিম মাহমুদ ফেরদৌস, প্রধান শিক্ষক আতাউর রহমান। এতে শিক্ষার্থীছাড়াও জেলা আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন