বরিশালে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল ৯টায় নগরীর সদর রোডের আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বরে রক্ষিত বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
বরিশাল সিটি মেয়র, মহানগর ও আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় পুষ্পমাল্য অর্পণ করেন।
পরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগ সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল।
বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার ইউনুস ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীরসহ অন্যরা।
সভায় বক্তারা জাতীয় ৪ নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
বিডি প্রতিদিন/কালাম