নীলফামারীর সৈয়দপুর শহরের নিয়ামতপুর ও ওয়াপদা মোড় এলাকায় রাস্তার পাশে গড়ে ওঠা ময়লা-আবর্জনার ভাগাড় থেকে প্রতিনিয়ত বের হচ্ছে দুর্গন্ধ। এরফলে চরম দুর্ভোগে পড়ছেন রাস্তার পথচারীরসহ এলাকার সাধারণ মানুষ। বর্জ্য অপসারণে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
নীলফামারী জেলার সৈয়দপুর-ঢাকার এই মহাসড়ক দিয়ে প্রতিদিন শত শত যানবাহনে আসা যাওয়া করে হাজারো মানুষ। সেই মহাসড়কের পাশে দীর্ঘদিন থেকে নিয়ামতপুর ও ওয়াপদা মোড় এলাকায় উম্মুক্তভাবে গড়ে উঠেছে ময়লার ভাগাড়।
এ ময়লা- আবর্জনার দুর্গন্ধে স্থানীয়রা যেমন চরম দুর্ভোগে পড়েছেন তেমনি বিড়ম্বনায় রয়েছেন পথচারীরাও।
সৈয়দপুর পৌরসভার পরিচ্ছন্নকর্মীরা শহরের বিভিন্ন এলাকা থেকে ময়লা এনে মহাসড়কের পাশেই গাড়ি দিয়ে ফেলে চলে যায়। ময়লার স্তুপ জমে থাকায় বের হওয়া দুর্গন্ধে নাক চেপে ধরে পথচারীদের চলাচল করতে হচ্ছে।
জানতে চাইলে সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র জিয়াউল হক বলেন, শহরের বিভিন্ন এলাকা থেকে সংগৃহীত ময়লা আবর্জনা ফেলার জায়গা না থাকায় আপাতত মহাসড়কের পাশে ফেলা হচ্ছে। নির্দিষ্ট স্থান তৈরি হলে সড়কের পাশে আর ফেলা হবে না।
বিডি-পতিদিন/সালাহ উদ্দীন