ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া গ্রামে অজ্ঞাত এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ রবিবার সকালে ওই গ্রামের একটি রাস্তার পাশ থেকে তার লাশটি উদ্ধার করে ভাঙ্গা থানা পুলিশ। তবে তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ কাজী সাইদুর রহমান জানান, রবিবার সকালে স্থানীয়রা উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া গ্রামের রাস্তার পাশে একটি লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করে। পুলিশের ধারনা রাতের কোন এক সময় খুনিরা তাকে হত্যা করে এখানে ফেলে রেখে গেছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল