ফরিদপুরের চন্দ্রপাড়া দরবার শরীফের বার্ষিক ওরস আগামী ১৫ জানুয়ারী অনুষ্ঠিত হবে। রবিবার ভোরে (বাদ ফজর) হাজারো জাকেরানের উপস্থিতিতে এ তারিখ ঘোষণা করেন পীর শাহসুফী সৈয়দ কামরুজ্জামান মোজাদ্দেদী আল ওয়সী।
তিনি জানান, আগামী ১৪ জানুয়ারী মঙ্গলবার দুপুর থেকে ভক্ত আশেকানরা উপস্থিত হয়ে রাতভর জিকির আসকার ও কোরআন তেলাওয়াত এবং ওয়াজ নসিয়তে অংশ নিবেন। ১৫ জানুয়ারী বুধবার ভোরে ফজরের নামাজ আদায়ের পর চন্দ্রপুরীর কবর জেয়ারত ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ওরস সমাপ্ত হবে।
বিডি প্রতিদিন/হিমেল