শরীয়তপুর-চাঁদপুর-চট্রগ্রাম আঞ্চলিক মহাসড়কের শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ডিএমখালী ইউনিয়নের গাজীকান্দি গ্রামের সরকারবাড়ী এলাকায় ও চট্রগ্রাম থেকে শরীয়তপুর হয়ে বরিশালগামি ২টি বাসে পৃথকভাবে তল্লাশি চালিয়ে ১১৪০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সখিপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছেন পুলিশ।
সখিপুর থানা পুলিশ জানায়, গোপস সংবাদের ভিত্তিতে রবিবার ভোর রাতে তারা মহাসড়কে চট্রগাম থেকে বরিশালগামি দুই বাসে সখিপুর থানার ওসি মোঃ এনামুল হক এর নেতৃত্বে তল্লাশি চালায় পুলিশ। এসময় একটি বাস থেকে যাত্রীবেশে মাদক ব্যবসায়ী স্বপন তালুকদার ও মোঃ সাইদুল ইসলামকে ৯৫০ পিস ইয়াবাসহ এবং অপর বাসে তল্লাসি চালিয়ে অপর মাদক ব্যবসায়ী মোঃ সানোয়ারকে ১৯০ পিচস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পৃথকভাবে পুলিশ বাদী হয়ে ২টি মাদক মামলা দায়ের করে। পরে গ্রেফতারকৃতদের উদ্ধারকৃত মাদকসহ আদালতে সোর্পদ করা হয়।
গ্রেফতারকৃত স্বপন তালুকদার গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার উত্তর বাশঁবাড়ীয়া গ্রামের মৃত শহীদ তালুকদারের পুত্র। মোঃ সাইদুল ইসলাম বরিশাল জেলার উজিরপুর থানার মুন্সী তালুফ গ্রামের হাবিব মল্লিকের পুত্র। এবং সারোয়ার ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার উত্তর চড়াইল গ্রামের আঃ রাজ্জাক মুসল্লির পুত্র। তারা মাদক ব্যবসায় দীর্ঘদিন ধরে সক্রিয় বলে পুলিশের কাছে স্বিকারোক্তি দিয়েছেন।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ