৩ নভেম্বর, ২০১৯ ১৪:৫৭

নেত্রকোনায় যুবকদের মিনি মেরাথন দৌড় প্রতিযেগিতা

নেত্রকোনা প্রতিনিধি

জীবনকে ভালোবেসে নেত্রকোনার গ্রামীণ পর্যায়ে যুবকদের মধ্যে মিনি মেরাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার বেলা সাড়ে ১১ টায় সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের বিভিন্ন গ্রামের যুব সমাজের ৪৫ জন ছয় কিলোমিটার মিনি মেরাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়। 

স্বাবলম্বী উন্নয়ন সমিতির ক্রীড়া ও সাংস্কৃতি কর্মসূচীর আওতায় ‘যুবরাই গড়বে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ’ স্লোগানে এই মেরাথনের আয়োজন করা হয়। 

এ উপলক্ষে রায়দুম রুহী সমৃদ্ধ কার্যালয় থেকে একটি র‌্যালি বের করে ময়মনসিংহ রায়দুম রুহী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় মিনি মেরাথন উদ্বোধন করেন স্বাবলম্বীর নির্বাহী পরিচালক বেগম রোকেয়া। 

এ সময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রহিম ও স্বপন পালসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

ইউনিয়নের ময়মনসিংহ রায়দুম রুহী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে দৌড় প্রতিযোগিতাটি বের হয়ে ৬ কিলোমিটার সড়ক অতিক্রম করে রায়দুম রুহী সমৃদ্ধ কার্যালয়ে এসে শেষ হয়। 

পরে প্রতিযোগতায় অংশগ্রহণকারীদের মাথে প্রথম হয় রায়দুম রুহী গ্রামের ইউসুফ মিয়া, দ্বিতীয় ফরিদপুর গ্রামের ফারুক মিয়া ও তৃতীয় প্রতাপপুর গ্রামের সাজিব মিয়াসহ ১০ জনকে পুরস্কার প্রদান করা হয়। 

এতে অংশগ্রহণ করে যুবকরাও অনেক আনন্দিত। মাদকসহ বিভিন্ন নেশা থেকে বিরত থাকতে এমন প্রতিযোগিতা প্রতিটি ইউনিয়নে আয়োজন করার জন্য তারা আহ্বান করেন। 

বিডি-পতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর