মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রী কলেজের সামনে ট্রাকচাপায় তারিকুল বিশ্বাস (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আজ সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
তারিকুল দ্বারিয়াপুর গ্রামের আবু বক্কার বিশ্বাসের ছেলে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, বাইসাইকেলে থাকা তারিকুল দ্বারিয়াপুর ডিগ্রী কলেজের সামনে পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরবর্তীতে পুলিশ ট্রাক আটক করলেও চালক পালিয়ে যায়।
বিডি প্রতিদিন/হিমেল