দিনাজপুরের বীরগঞ্জে টেলিভিশনে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সন্তানের জননী লিপি রানী রায় নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃত লিপি রানী রায় (৩০), দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের কৈকুড়ি গ্রামের সবুজ রায়ের স্ত্রী।
গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ বাড়িতে এ দুর্ঘটনাটি ঘটে। এ বিষয়ে বীরগঞ্জের নিজাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ খালেক সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন।
খবর পেয়ে বীরগঞ্জ থানার ওসি (তদন্ত) নবী হুসাইন খান ও এসআই আকবর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ