একই রাতে মাদারীপুরের ডাসারে একটি মুদির দোকানে ও একটি বসত বাড়িতে চুরির খবর পাওয়া গেছে। এসময় প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় চোরের দল। শুক্রবার ভোররাতে এ চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ সরেজমিন তদন্ত করেছেন।
পুলিশ ও ভূক্তভোগী সূত্রে জানা গেছে, ডাসার থানার বালিগ্রাম এলাকার কর্ণপাড়া বাজারে মো. সিপন তালুকদার নামের এক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত একটি দোকান নির্মাণ করে মুদির ব্যবসা পরিচালনা করে আসছেন। সে রাতে দোকানে না থাকার সুযোগে একটি চোর চক্র তার দোকানের পেছনের টিন কেটে দোকানের ভিতর প্রবেশ করে। এসময় তার দোকানে থাকা নগদ ৩২ হাজার টাকাসহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় চোরচক্র।
অপরদিকে, একই সময় একই গ্রামের এমারাত তালুকদার নামের এক ব্যবসায়ীর বসত বাড়ীতে রাতে কেউ না থাকায় সিদ কেটে তার ঘর থেকে নগদ ১৮ হাজার টাকাসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় চোরের দল। খবর পেয়ে ডাসার থানার এসআই ফরিদ আহম্মেদ শেখ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ব্যবসায়ী সিপন জানান, আমি দোকানে না থাকায় এ চুরির ঘটনা ঘটে। তবে এ চোর আমাদের এলাকার। আমি তাদের বিরুদ্ধে মামলা করবো। এ ব্যাপারে ডাসার থানার এসআই ফরিদ আহম্মেদ শেখ বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। ভূক্তভোগী মামলা করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ