দিনাজপুর শহরের রেইনবো জেল সুপার মার্কেটের এক মোটরসাইকেল সার্ভিসিং সেন্টারসহ সাতটি দোকান অগ্নিকাণ্ডে পুড়ে গেছে।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুর জেলা কারাগারে পাশের এই রেইনবো সুপার মার্কেটের মোটরসাইকেল সার্ভিসিং সেন্টার থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এরই মধ্যে আগুনে ৭টি দোকান ভস্মীভূত হয়।
স্থানীয় মোটরসাইকেল মেকার কিশোর মাসুদ বলেন, বিদ্যুৎ না থাকায় দোকানে মোমবাতি জ্বালিয়ে মোটরসাইকেলের ট্যাংক ওয়াশ করার সময় পাশে থাকা পেট্রোলে আগুন লেগে দাউদাউ করে জ্বলে ওঠে। পরে তা অন্য দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দিনাজপুর ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক আজিজুল ইসলাম জানান, প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মোটরসাইকেল সার্ভিস সেন্টারটিতে মবিলসহ দাহ্য পদার্থ থাকায় তা ছড়িয়ে পাশের ফার্নিচার ও জুতার দোকানসহ সাতটি দোকানে ছড়িয়ে পড়ে। হতাহতের ঘটনা না ঘটলেও মোটরসাইকেলসহ ৭টি দোকানের মালাপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ