দিনাজপুরের নবাবগঞ্জে জমি চাষের ট্রাক্টরের ধাক্কায় আহত হয়ে রোকসানা (৪০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।মৃত রোকসানা (৪০) নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের হরিল্যাখুর গ্রামের মৃত আব্দুল আউয়ালের মেয়ে।
ফতকাল শুক্রবার বিকালে দিনাজপুরের নবাবগঞ্জে জমি চাষের ট্যাক্টরের ধাক্কায় গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।
স্থানীয়রা জানায়, রোকসানা বাড়ি সংলগ্ন রাস্তার পাশ্বে অবস্থান করা অবস্থায় জমি চাষ করে ট্রাক্টরটি বেপরোয়াভাবে তাকে ধাক্কা দেয় এ সময় গাড়ির চাকার নীচে পড়ে গুরুতর জখম হয়ে মাটিতে পড়ে যায়। পরে এলাকাবাসী ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নবাবগঞ্জ থানায় ওসি আশোক চৌহান এর সত্যতা নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ