১০ নভেম্বর, ২০১৯ ০২:০৬

দৌলতপুর সীমান্তে মাদক উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি:

দৌলতপুর সীমান্তে মাদক উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে ১০ কেজি ভারতীয় গাঁজা ও দুই হাজার ১’শ ৬০ ( দুই হাজার একশত ষাট ) প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করেছে বিজিবি। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ তথ্য জানিয়েছে বিজিবি। 

এতে বলা হয়েছে, ভোরে বিজিবি’র ৪৭ ব্যাটালিয়ন এর অধীনস্থ দৌলতপুর উপজেলার আশ্রায়ন বিওপি’র সদস্যরা ভাঙ্গাপাড়া নদীরপাড় নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বিজিবি। 

অপরদিকে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিজিবি’র ৪৭ ব্যাটালিয়ন এর অধীনস্থ দৌলতপুর উপজেলার চিলমারী বিওপি’র সদস্যরা মরারপাড়া নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় দুই হাজার ১’শ ৬০ (দুই হাজার একশত ষাট) প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করেছে বিজিবি। 
উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৫ লাখ ১৫ হাজার টাকা। 

এ ব্যাপারে দৌলতপুর থানায় পৃথক মামলা দায়ের হয়েছে।

বিডি প্রতিদিন/মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর