পৃথিবীর সবচেয়ে বড় শরণার্থী শিবির রোহিঙ্গা ক্যাম্প। উখিয়া ও টেকনাফ মিলিয়ে রোহিঙ্গা ক্যাম্পের সংখ্যা ৩২টি। নতুন পুরানো মিলিয়ে ১২ লাখের বেশি রোহিঙ্গার বসবাস এখানে। ক্যাম্পের ছোট্ট খুপড়িতে অনেক রোহিঙ্গা বাংলাদেশি সেজে বসে আছে। শুধু জন্ম নিবন্ধন নয়, সবুজ রঙের পাসপোর্টও আছে অনেকের হাতে।
রোহিঙ্গাদের জন্মনিবন্ধন ও পাসপোর্ট জালিয়াতির মাস্টারমাইন্ড রোহিঙ্গারা নয়, বাংলাদেশের কয়েকটি অসাধু চক্র। তারা সামান্য লোভে দেশের সার্বভৌমত্বের প্রতীক এই পাসপোর্ট বিক্রি করে দিচ্ছেন রোহিঙ্গাদের কাছে।
রোহিঙ্গারা জন্মনিবন্ধন করছে, জাতীয় পরিচয় পত্র নিচ্ছে, ও পাসপোর্টও বানাচ্ছে। বহুদিন ধরেই এটি চলছে। রোহিঙ্গা থেকে বাংলাদেশি হতে প্রতিনিয়ত তারা নতুন নতুন কৌশল নিচ্ছে। টিম আন্ডারকাভার অনুসন্ধানী তথ্য ও ছবিতে বেসরকারি স্যটেলাইট চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের প্রতিবেদন:
বিডি প্রতিদিন/ফারজানা