মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার বার্ষিক সাধারণ সভা ও ২০১৯-২০ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে ২০১৯-২০ অর্থ বছরের ৬৯ লক্ষ ৫৮ হাজার ৮১০ টাকার বাজেট ঘোষণা করা হয়।
ক্রীড়ার মান উন্নয়ণে ক্লাবগুলোর সক্ষমতা বৃদ্ধি, মাঠের উন্নয়ন ও প্রশিক্ষনের উপর গুরুত্ব দিয়ে এই বাজেট ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এসএম ফেরদৌস, সাধারণ সম্পাদক বাবু সুদেব সাহা,জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ গোলাম মহীউদ্দীন, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু,সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী ও জাতীয় দলের সাবেক ফুটবলার দেওয়ান শফিউল আরেফিন টুটুল।
বিডি প্রতিদিন/হিমেল