ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ ধর্মীয় মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। সকালে নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের গেইট থেকে বের হয়ে সদরের প্রধান সড়কগুলো এক বর্ণাঢ্য শোভাযাত্রা প্রদক্ষিণ করে।
পরে বিদ্যালয়ের ক্যাম্পাসে দিবসটি উপলক্ষে আখেরি নবী হযরত মুহাম্মদ (সা.)-এর পূর্ণাঙ্গ জীবন নিয়ে আলোচনা, পবিত্র কোরআন তিলাওয়াত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি মুফতি মো. এনামুল হক কুতুবীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন এর সঞ্চালনায় আলোচনা সভায় বিভিন্ন আলেমে দ্বীন ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। সভা শেষে বিশ্বের সকল মুসলমানদের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল