৭ ডিসেম্বর, ২০১৯ ১৩:৩৮

জমিদার বাড়ি সংস্কারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

জমিদার বাড়ি সংস্কারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক কানসাট জমিদার বাড়ি সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে ৩টি স্বেচ্ছাসেবী সংগঠন।

শনিবার সকাল ১০টার দিকে বিশ্বাস স্বেচ্ছাসেবী সংস্থা, শ্যামপুর বন্ধন সাহিত্য সংগঠন ও কানসাট নিউজ পাঠক ফোরামের আয়োজনে ও কানসাট ইউনিয়ন পরিষদের সহযোগিতায় কানসাট গোপালনগর মোড়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

ঘণ্টাব্যাপি মানববন্ধন চলাকালে বক্তব্য দেন কানসাট নিউজ পাঠক ফোরামের চেয়ারম্যান মোহাঃ ইমরান আলী, কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেনাউল ইসলাম, নাদিম হোসেন, মো. তাজেরুল ইসলাম, বিশ্বাস সেচ্ছাসেবী সংস্থার সভাপতি মো. রজব আলী, সাধারণ সম্পাদক শ্রী পার্থ সাহা, এ্যাডভোকেট শাহিনুর রহমান শাহিন, আব্দুর রবসহ অন্যরা।

বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন থেকে কানসাটের ঐতিহ্যবাহী জমিদার বাড়িটি রাজবাড়ি নামে পরিচিত। কিন্তু সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের অভাবে সেটি আজ ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এছাড়া কানসাট বাজারের বিভিন্ন হোটেল ও দোকানের ব্যবহৃত ময়লা আবর্জনা ফেলায় সেটি ডাস্টবিনে পরিণত হয়েছে।

বর্তমানে রাজবাড়ির ছাদ ও দেয়াল ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। তাই সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে দ্রুত সংস্কারের দাবি জানান বক্তারা।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর