কিশোরগঞ্জে দুই কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ শহরের হয়বতনগর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
তারা হলেন ভৈরব উপজেলার চন্ডিবের এলাকার আকরাম আলীর ছেলে কামরুল ইসলাম কাজল (৫৫) ও ময়মনসিংহ কোতয়ালী থানার খাকডহর এলাকার মাসুদুজ্জামান মাসুদের ছেলে মেহেদী হাসান মাহিদ (২৫)।
এ সময় তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে র্যাব-১৪ এর উপ পরিচালক এম. শোভন খান জানিয়েছেন।
তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়েরের কার্যক্রম চলছে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ