৭ ডিসেম্বর, ২০১৯ ১৯:৪০

শেখ হাসিনাকে রক্ষা করতে হবে: নাসিম

আবদুর রহমান টুলু, বগুড়া

শেখ হাসিনাকে রক্ষা করতে হবে: নাসিম

জিয়াউর রহমানকে জাতীয় চারনেতা হত্যার পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, দেশকে রাজনীতি শূন্য করতে জিয়াউর রহমান জাতীয় চারনেতাকে হত্যার পরিকল্পনা করেছিলেন। জিয়া মূল খলনায়ক। তদন্ত কমিশন গঠন করে জিয়াউর রহমানের বিচার করতে হবে। না হলে দেশের ইতিহাস অসম্পূর্ণ থাকবে। 

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এখন খুনি বিএনপি জামায়াত চক্রের মূল টার্গেট। তার উপর ১৯ বার হামলা হয়েছে। চক্রান্ত চলছে, শেখ হাসিনাকে রক্ষা করতে হবে। যেকোন সময় দু:সময় আসতে পারে। নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। 

তিনি শনিবার দুপুরে বগুড়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বগুড়া জেলা শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ মকবুল হোসেন। বেলা ১১ টায় শুরু হওয়া সম্মেলন শেষ হয় বিকেল সাড়ে ৩ টায়।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক বক্তব্য রাখেন। 

সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান এমপি বলেন, উত্তরবঙ্গে সবচেয়ে বেশি কর্মী বগুড়া আওয়ামী লীগের। কম সময়ে হাজার হাজার নেতাকর্মী সমবেত করতে পারে বগুড়া আওয়ামী লীগ। বগুড়াসহ উত্তরাঞ্চলে আজ উন্নয়নে বেশি গুরত্ব দেয়া হয়েছে। সংগঠন শক্তিশালী করতে সকলকে কাজ করতে হবে।

 
বগুড়া জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনির সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, রাজশাহী সিটি কর্পোারেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মেরিনা জাহান কবিতা, বগুড়া-৫ আসনের এমপি হাবিবর রহমান, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন।
সম্মেলনে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু। শোক প্রস্তাব পাঠ করেন দপ্তর সম্পাদক এ্যাড. জাকির হোসেন নবাব। বক্তব্য রাখেন আমিনুল ইসলাম ডাবলু, নাইমুর রাজ্জাক তিতাস, লাইজিন আরা লীনা। সম্মেলনে ২০ হাজারেরও বেশি নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্মেলনের ২য় অধিবেশনে বেলা সাড়ে ৩ টায় মোহাম্মদ নাসিম এমপি বগুড়া জেলা আওয়ামী লীগের কমিটির নাম ঘোষণা করেন। ঘোষিত কমিটিতে রয়েছেন, জেলা কমিটির সভাপতি হিসেবে মজিবর রহমান মজনু, সহ সভাপতি টি জামান নিকেতা, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, সাগর কুমার রায়, আসাদুর রহমান দুলু ও অর্থ সম্পাদক হিসেবে প্রয়াত আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিনের ছেলে বগুড়া চেম্বারের সভাপতি মাসুদুর রহমান মিলন। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর