১০ ডিসেম্বর, ২০১৯ ১৬:৪৮

চাঁপাইনবাবগঞ্জে পতাকা হাতে ১৫ হাজার মানুষের র‌্যালি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে পতাকা হাতে ১৫ হাজার মানুষের র‌্যালি

চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে, নতুন প্রজন্মকে বাংলাদেশ সম্পর্কে জানতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে আয়োজন করা হয় বিশাল বিজয় র‌্যালি। এতে অংশ নেয় ১৫ হাজার মানুষ।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের অফিসের সামনে থেকে জাতীয় পতাকা হাতে এই র‌্যালি বের করা হয়। এর আগে, জাতীয় পতাকা উত্তোলনের পর র‌্যালির উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক এজেডএম নূরুল হক।

এসময় উপস্থিত ছিলেন নারী সংসদ সদস্য ফেরদৌসী ইসরাম জেসি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রুহুল আমিনসহ অন্যরা। মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী-শিক্ষক ছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় ১৫ হাজার মানুষ জাতীয় পতাকা হাতে র‌্যালিতে অংশ নেন।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নবাবগঞ্জ সরকারি কলেজে গিয়ে শেষ হয়। এই র‌্যালির মধ্য দিয়েই জেলায় সাতদিন ব্যাপী বিজয় দিবসের অনুষ্ঠানের কর্মসূচি শুরু হলো।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর