১০ ডিসেম্বর, ২০১৯ ১৬:৫০

বগুড়ায় কিং ব্র্যান্ড সিমেন্টের বাড়ি নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় কিং ব্র্যান্ড সিমেন্টের বাড়ি নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্টের আয়োজনে বগুড়ায় বাড়ির মালিকদের নিয়ে বাড়ি নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় নিরাপদ বাড়ি নির্মাণে কলাকৌশল, রড, সিমেন্ট, ইট বালি, পানিসহ প্রয়োজনীয় উপকরণ ব্যবহারের সঠিক পদ্ধতি বিষয় নিয়ে আলোচনা করা হয়। 

৫০ জনের এই কর্মশালায় আয়োজক প্রতিষ্ঠান স্থাপনা নির্মাণ কৌশল এবং নির্মাণ সংক্রান্ত বিভিন্ন পরামর্শ অত্যান্ত দক্ষতার সাথে তুলে ধরেন। কর্মশালায় উপস্থিত থাকা বাড়ির মালিকরা এসময় নিরাপদ বাড়ি নির্মাণের কৌশল জেনে কিং ব্র্যান্ড সিমেন্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সোমবার ৯ ডিসেম্বর রাতে বগুড়ার উপশহরে অবস্থিত আইইবি বগুড়া সেন্টারে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মো: আব্দুল মতিন। সভাপতিত্ব করেন  কিং ব্র্যান্ড সিমেন্টের ডিজিএম আব্দুল লতিফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন  কিং ব্র্যান্ড সিমেন্টের ব্রান্ড ম্যানেজার শামীম আল মামুন, নর্থ উইং সিনিয়র ম্যানেজার জিয়াউর রহমান, রাজশাহীর ডেপুটি ম্যানেজার শাহ মো: মাহমুদ হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজার মো: মনিরুজ্জামান মনির। উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার মমিদুল হক, এক্সিকিউটিভ ব্রান্ড শোভন সাহা। 
কর্মশালায় টেকনিক্যাল সেশন উপস্থাপন করেন আনন্দভিউ কনসালটেন্ট এন্ড কনস্ট্রাকশন লিমিটেডের চেয়ারম্যান (মাস্টার্স অব ইঞ্জিনিয়ারিং সাইন্স) প্রকৌশলী আবু হোসাইন তালুকদার, বসুন্ধরা সিমেন্ট এর সিনিয়র এক্সিকিউটিভ (টেকনিক্যাল সার্পোট) কাওছার হোসাইন, এ্যাসিসটেন্ট এক্সিকিউটিভ প্রকৌশলী মনজুরুল ইসলাম বেলাল। অনুষ্ঠানের তত্ত্বাবধায়নে ছিলেন  কিং ব্রান্ড সিমেন্টের পরিবেশক সৈয়দ মঞ্জুরুল আহমেদ পিটু। অনুষ্ঠান শেষের দিকে বাড়ির মালিকদের নিয়ে  র‌্যাফেল ড্র শেষে পুরস্কার বিতরণ করা হয়। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর