১০ ডিসেম্বর, ২০১৯ ১৭:৪৫

নোয়াখালীতে গর্ভবতী মায়েদের আর্থিক অনুদান-ওষুধ প্রদান

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে গর্ভবতী মায়েদের আর্থিক অনুদান-ওষুধ প্রদান

নোয়াখালীতে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির (এফপিএবি) পক্ষ থেকে হতদরিদ্র গর্ভবতী মায়েদের আর্থিক অনুদান ও ওষুধ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা শহর মাইজদীতে এফপিএবি সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমিতির হতদরিদ্র গর্ভকালীন নির্যাতন প্রতিরোধ ও নিরাপদ প্রসব সহযোগিতা প্রকল্পের মাধ্যমে ২০ জনকে এ সেবা প্রদান করা হয়। এসময় তাদের প্রত্যেককে নগদ ১৫০০ টাকা ও গর্ভকালীন সময়ে প্রয়োজনীয় বিভিন্ন ওষধ প্রদান করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তন্ময় দাস। এফপিএবি নোয়াখালী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ফিরোজ আলম আজাদের সভাপতিত্বে ও জেলা কর্মকর্তা ডা. নুরুল মোহাম্মদ নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ড. মো. মোমিনুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক একেএম জহিরুল ইসলাম।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর