আগামী সোমবার (১৬ ডিসেম্বর) ৪৯তম মহান বিজয় দিবসে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করতে যাচ্ছে ফেইসবুক গ্রুপ "হৃদয়ে আমাদের চরমধুয়া ইউনিয়ন"। সহযোগিতায় রয়েছেন সৌদি আরব এবং দুবাই এর কয়েকজন প্রবাসী বাংলাদেশি।
সকাল ৯টা থেকে দিনব্যাপী চরমধুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করবেন চরমধুয়া ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সালাম সিকদার।
চিকিৎসা সেবা প্রদান করবেন পাবনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. কাজী মহিউদ্দীন (রফিক), নরসিংদী সদর হাসপাতালের মা ও শিশু বিশেষজ্ঞ ডাক্তার সৈয়দ শামীম, নাক কান ও গলা বিশেষজ্ঞ ডাক্তার কাজী আতিকুজ্জামান, ঢাকা মেডিকেলর ফিজিওথেরাপি বিভাগের প্রধান ডা. মশিউর রহমান প্রিন্স, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ডাক্তার যারীন তাসনীম।
ফেইসবুক গ্রুপটির প্রধান অ্যাডমিন মো. হেলাল উদ্দিন তালুকদার জানান, দেশের বিভিন্ন মেডিকেলে কর্মরত স্বনামধন্য ৫ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ওই দিন নাক-কান-গলা, মেডিসিন, মা ও শিশু, চর্ম-যৌনসহ বিভিন্ন বিষয়ে রোগীদেরকে ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করবেন।
তিনি আরও বলেন, নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের গ্রামবাসী, ইউপি সদস্যবৃন্দ এবং দেশে ও বিদেশে থাকা পেশাজীবীদের নিয়ে সামাজিক যোগাযোগে মাধ্যম ওই ফেইসবুকে গ্রুপটি পরিচালিত হচ্ছে। এর সদস্যরা নানা ধরনের সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন।
বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পে কাজী শফি উদ্দিন চঞ্চল, আলহাজ্ব আব্দুল মোমেন সরকার, অ্যাডভোকেট কাজী নজরুল ইসলাম, আহসান সিকদার, জিন্নাত গাজী, প্রভাষক কামাল হোসেন, খায়রুল আলম ফকির, জাকির হোসেন সরকার, হেলাল খান রনি, এস আর উজ্জ্বল ও মোত্তাকিন সরকার প্রমুখ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
উল্লেখ, এই কর্মসূচি বাস্তবায়নে অন্যতম সহযোগী হিসেবে কাজ করছেন সৌদি আরব প্রবাসী আলহাজ আব্দুল মোমেন সরকার, জাকির হোসেন সরকার এবং দুবাই প্রবাসী কাজী শফি উদ্দিন চঞ্চল, মুত্তাকীন সরকার।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন