পরিকল্পিত পরিবার গঠনে মায়ের যথেষ্ট ভূমিকা রয়েছে। মা হচ্ছেন পরিবারের নেত্রী ও প্রথম শিক্ষাগুরু। সন্তানদের আগামী ভবিষ্যৎ গড়ে তুলতে মায়ের বিকল্প নেই। এই ঘুণে ধরা সমাজকে বাঁচাতে হলে সুস্থ সন্তান জন্ম দিতে হবে। তা একজন মা’র দ্বারাই সম্ভব।
আমরা আমাদের ছেলে-মেয়েকে এই সুন্দর পৃথিবীতে বাসযোগ্য করে গড়ে তুলতে মায়েদের সুস্থ ও দক্ষ মা হিসেবে গড়ে তুলতে হবে। মঙ্গলবার মহিলা বিষয়ক অধিদপ্তরের হলরুমে পরিবার পরিকল্পনা কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে আয়োজিত মা সমাবেশে’র উদ্বোধনকালে দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ফিরুজুল ইসলাম এসব কথা বলেন।
মেঘনা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা, নেহা মহিলা উন্নয়ন সংস্থা, প্রত্যয় মহিলা উন্নয়ন সংস্থা ও সূচনা মহিলা কল্যাণ সমিতি’র আয়োজনে এ মা সমাবেশ হয়। মা সমাবেশে পরিবার পরিকল্পনা বিভাগের ভ্রাম্যমাণ চলচ্চিত্র ইউনিট দ্বারা পরিচালিত পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য এবং নিরাপদ মাতৃত্ব বিষয়ক চলচিত্র প্রদর্শন করেন পরিবার পরিকল্পনা বিভাগের প্রজেকশনিস্ট অকল কুমার সরকার।
মেঘনা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক আলেয়া বেগম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন নেহা মহিল ও শিশু উন্নয়ন সংস্থার সাভাপতি রানি পারভীন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচাল মো. মোর্শেদ আলী খান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান তারিকুন বেগম লাবুন, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ম্যানেজার শ্যামল কুমার সরকার, জেলা শিল্পকলা একাডেমির কারচারাল অফিসার মীন আরা পারভীন ডালিয়া প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক