১০ ডিসেম্বর, ২০১৯ ১৮:২৬

বোয়ালমারীতে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স প্রদানের উদ্বোধন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারীতে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স প্রদানের উদ্বোধন

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ফরিদপুরের বোয়ালমারীতে উদ্বোধন করা হয়েছে ওয়ান স্টপ সার্ভিস। এর মাধ্যমে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স (লার্নার) প্রদান করা হবে। 

মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও বিআরটিএ ফরিদপুরের যৌথ আয়োজনে লার্নার প্রদান ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝোটন চন্দ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবল সাহা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপক কুমার রায়, বিআরটিএ ফরিদপুরের সহকারী পরিচালক জি এম নাদির হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাকিলা বিনতে মতিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস বিশ্বাস, পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম।  উদ্বোধনী দিনে প্রায় এক হাজার ৫০০ শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স (লার্নার) পাওয়ার জন্য আবেদন করেছেন। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর