কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। প্রাচীন এই কলেজের গাছে গাছে পাখির জন্য বাড়ি তৈরি করা হয়েছে। ভিক্টোরিয়ার ক্যাম্পাসে নিরাপদ বাড়ি পেয়ে পাখিরা ছুটে আসছে। কলেজের কান্দিরপাড় একাদশ শাখা ও ধর্মপুর ডিগ্রি শাখার গাছে পাখির বাড়িগুলো তৈরি করা হয়। অর্ধশতাধিক গাছে বাড়িগুলো শোভা পাচ্ছে।
একাদশ শ্রেণীর দক্ষিণ গেইটের রানীর দিঘির পাড়ের গাছে ও ডিগ্রি শাখার কলা ভবনের সামনের ঝাউ,সেগুন ও মেহগনি গাছে বাড়িগুলো বসানো হয়েছে। বাসা ঘিরে চড়ুই,শালিকসহ বিভিন্ন পাখি উড়তে দেখা গেছে। বিশেষ করে বাগানে বিকালে নানা রঙের পাখির মেলা বসে। কিচিরমিচির শব্দে চারদিক মুখর হয়ে উঠে।
কলেজের বাংলা তৃতীয় বর্ষের ছাত্র আবু সুফিয়ান রাসেল বলেন, কলেজে পাখির বাড়ি দেখতে ভালো লাগে। এখানে নানা রঙের পাখি ভিড় করে। এটা অনেকটা পাখি প্রেমের প্রদর্শনী বলা যেতে পারে।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির সভাপতি মাহদী হাসান বলেন, চার মাস ধরে এখানে পাখির বাড়ি স্থাপন করা হয়েছে। এটা দৃষ্টিনন্দন ও শিক্ষণীয়।
কলেজ শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহজাহান বলেন, কলেজের পরিত্যক্ত গাছ ছিল। অধ্যক্ষ স্যার গাছগুলো থেকে কাঠ করে পাখির বাড়ি তৈরি করান। বিষয়টি ব্যতিক্রম ও শিক্ষার্থীদের মাঝে পাখি প্রেম বৃদ্ধির একটি পরিকল্পনা বলা যেতে পারে।
ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন ভুইয়া বলেন, পাখির বাড়ি তৈরি করে দেওয়ায় পাখির আনাগোনা বৃদ্ধি হয়েছে। এতে শিক্ষার্থীরা অনুপ্রেরণা নিতে পারবে বলে বিশ্বাস করি।
বিডি প্রতিদিন/এ মজুমদার