দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা গরীব অথচ প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-বিকেএসপি এবারই প্রথম শুরু করেছে দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ-এর প্রাথমিক বাছাই কার্যক্রম।
দিনাজপুরে শুক্রবার ও শনিবার চলে এই ক্ষুদে খেলোয়াড় বাছাই কার্যক্রম। এতে অংশ নেয় রংপুর বিভাগের ১ হাজার ১৫০ জন ক্ষুদে খেলোয়াড়।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-বিকেএসপি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রাশীদুল হাসান জানান, ক্রীড়া মেধাসম্পন্ন খেলোয়াড়দের সাধারণ শিক্ষাসহ ক্রীড়াক্ষেত্রে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ প্রদানের জন্য বিকেএসপি প্রতিবছরই প্রশিক্ষণার্থী ভর্তি করে থাকেন। জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে প্রতিবছরই এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয় রাজধানী ঢাকায়। এতে প্রত্যন্ত অঞ্চলের গরীব ও প্রতিভাবান ক্ষুদে খেলোয়াড়রা অর্থ ও অন্যান্য সুযোগ সুবিধার অভাবে সেই বাছাই কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হন। এসব কথা বিবেচনা করে এবারাই প্রথম ঢাকার বাইরে প্রত্যন্ত অঞ্চলে অঞ্চলভিত্তিক এই বাছাই কার্যক্রম শুরু করেছে বিকেএসপি।
বিকেএসপি দিনাজপুর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক আখিনুর রহমান রুশো জানান, ক্রিকেট, ফুটবল, সাঁতার, অ্যাথলেটিক্সসহ ১৭টি ইভেন্টে দিনাজপুরে গত দু’দিনে রংপুর বিভাগের ৮টি জেলার মোট ১ হাজার ১৫০ জন ক্ষুদে খেলোয়াড় বাছাই কার্যক্রমে অংশ নিয়েছে। এই বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন বিকেএসপি’র উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিমসহ বিকেএসপি’র অন্যান্য কর্মকর্তারা।
বিকেএসপি’র জনসংযোগ কর্মকর্তা মো. আশরাফুজ্জামান জানান, আগামী ৭ ও ৮ জানুয়ারি সিলেট বিভাগে, ১১ ও ১২ জানুয়ারি চট্টগ্রাম বিভাগে, ১৫ ও ১৬ জানুয়ারি বরিশাল বিভাগে, ১৮ ও ১৯ জানুয়ারি খুলনা বিভাগে এবং ২৪ ও ২৫ জানুয়ারি ঢাকা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে ক্ষুদে খেলোয়াড় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/মাহবুব