কুমিল্লার বরুড়ায় একটি টমেটো ক্ষেত থেকে আমেনা আক্তার নামে এক তরুণীর (২৫) লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার রাতে উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের নবীপুর গ্রামের ওই টমেটো ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আমেনা ওই গ্রামের মাজেদ মিয়ার মেয়ে।
আজ মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বরুড়া থানার ওসি সৎজিত বড়ুয়া জানান, পুলিশ তরুণীর লাশ উদ্ধার করে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে বা মৃত্যুর আগে তার সঙ্গে কোনো ঘটনা সংগঠিত হয়েছে কিনা তা এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার