বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, বগুড়া ১ আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মান্নানের রোগমুক্তি কামনায় শুক্রবার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সারিয়াকান্দি পৌর মেয়রের উদ্যোগে বাদ মাগরিব পৌর এলাকার তরফদার মার্কেটের ছাদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মেয়র আলমগীর শাহী সুমনের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মুনজিল আলী সরকার, সারিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম মুন্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ফারাজি, সদর ইউ পির সাবেক চেয়ারম্যান সফিকুল ইসলাম সফু, মোস্তাইন বিলাহ উত্তম, যুবলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান রুবেল, সাবেক ছাত্রনেতা রাকিব মাহবুব, আবুল কালাম আজাদ,মিজানুর রহমান মিজান, সাহিদুল ইসলাম।
দোয়া মাহফিলে জননেতা আব্দুল মান্নানের দ্রুত আরোগ্য কামনা করা হয়। এছাড়া সংসদ সদস্যর সুস্থতার জন্য বগুড়াবাসীর দোয়া কামনা করেছেন নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল