সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউপর পঞ্চসোনা বড়শিমুল সংলগ্ন যমুনা নদীতে অজ্ঞাত যুবককে হত্যার পর বাটখারা পেঁচিয়ে নদীতে ফেলে দেয়া হয়। গত বছরের ৫ অক্টোবর পুলিশ অর্ধগলিত অবস্থায় মরদেহটি উদ্ধারের পর ৬ অক্টোবর মালসাপাড়া কবরস্থানে দাফন করেন। কিন্তু অদ্যাবধি পর্যন্ত মরদেহটি পরিচয় মেলেনি।
পুলিশের বর্ননামতে, যুবকটির বয়স ৩৫ বছর। উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি । অর্ধগলিত হওয়ায় চেহারা অস্পস্ট। হত্যার পর ১০ কেজি ওজনের একটি বাটখারা পেটের সাথে ও পায়ের সাথে ৫ কেজি ওজনের বাটখারা দিয়ে পানিতে ফেলে দেওয়া হয়েছিল। পরবর্তীতে লাশটি জেলেদের জালে ওঠে আসে।
মরদেহটির বিবরন অনুযায়ী কেউ পরিচয় জানতে পারলে মো. রেজাউল ইসলাম শাহ, সিরাজগঞ্জ সদর থানায় যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ