মাদকবিরোধী প্রচারণার সময় ২১ বছর আগে সন্ত্রাসীদের গুলিতে নিহত শিশু-কিশোর সংগঠন খেলাঘর সংগঠক জাকারিয়া হোসেন সুজন মোল্লার মৃত্যুবার্ষিকী এবং মাদকবিরোধী দিবস উদযাপন উপলক্ষে বরিশালে প্রতিবাদী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
খেলাঘর বরিশাল জেলা কমিটির উদ্যোগে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে রবিবার সকালে এই প্রতিবাদী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
খেলাঘর বরিশালের সভাপতি জীবন কৃষ্ণ দে’র সভাপতিত্বে সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠক জগলুল হায়দার শাহীন ও নিগার সুলতানা হনুফা সহ অন্যান্যরা।
বক্তারা দীর্ঘ ২১ বছরেও সুজন মোল্লা হত্যার বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তারা সুজন মোল্লা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন