১৯ জানুয়ারি, ২০২০ ১৬:১৬

চুয়াডাঙ্গার মাল্টাচাষীর স্বর্ণপদক লাভ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার মাল্টাচাষীর স্বর্ণপদক লাভ

দেশের মাটিতে মাল্টা চাষে অভাবনীয় সাফল্যের স্বীকৃতি স্বরূপ স্বর্ণপদকে ভূষিত হয়েছেন চুয়াডাঙ্গার মাল্টাচাষী সাখাওয়াত হোসেন বাবুল। বাংলাদেশ একাডেমি অব অ্যাগ্রিকালচার (বিএএজি) তাকে এ পদক প্রদান করে। 

সম্প্রতি ঢাকার অ্যাগ্রিকালচার রিসার্চ হলরুমে সাখাওয়াত হোসেনকে পদক পরিয়ে দেন কৃষিমন্ত্রী ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক। ইতিমধ্যে সাখাওয়াত হোসেনের মাল্টাচাষের প্রতিবেদন প্রচারিত হয় বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টয়েন্টিফোরে।

সাখাওয়াত হোসেন জানান, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হেমায়েতপুর-ভগিরতপুর গ্রামের মাঠে একদাগে ৪০ বিঘা জমিতে তার মাল্টা বাগান। দেশের মাটিতে এতো বড় মাল্টা বাগান আর কোথাও নেই। বৃহৎ মাল্টা বাগান এবং অভাবনীয় ফলনের ফলে বিএএজি তাকে স্বর্ণপদক প্রদান করে।

পদক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুন্ড্র ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ড. আফজাল হোসেন, বিএএজি’র সভাপতি ড. কাজী এম বদরুজ্জামান, সহ-সভাপতি ড. এম আনোয়ারুল কাদের শেখ, সাধারণ সম্পাদক আব্দুল মাজিদ প্রমুখ।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর