১৯ জানুয়ারি, ২০২০ ১৭:৪৬

নারায়ণগঞ্জে পাসপোর্ট অফিসের সামনে থেকে ৫ দালাল আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জে পাসপোর্ট অফিসের সামনে থেকে ৫ দালাল আটক

নারায়ণগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট কাযালয়ের সামনে দালালি করার অভিযোগে ৫ ব্যক্তিকে আটক করেছে জেলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এসময় ৮৮টি বিভিন্ন ব্যক্তির পাসপোর্ট, ৬০৫টি ডেলিভারী চালান, ৩টি আইডি কার্ড, ১০টি বিভিন্ন গেজেটেড কর্মকর্তাদের সীল, ২টি কম্পিউটার, ১৭টি আবেদন ফরম, ১টি ডায়েরী উদ্ধার করা হয়। 

রবিবার দুপুরে জালকুড়ি এলাকার আঞ্চলিক পাসপোর্ট অফিসের আশে পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, মনির হোসেন (৩৫), মো. রাশেদ (৩২), রিফাত (২০), মো. জুনায়েত আহম্মেদ জনি (২৮) ও আল আমিন (২৩)।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (সিআইডি) মো. হারুন অর রশিদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলা ১২টা থেকে পৌনে ১টা পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। তারা সকলেই দ্রুত পাসপোর্ট করিয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে সরকারি নির্ধারিত পাসপোর্ট ফি এর চেয়ে দ্বিগুণ আবার কোন কোন ক্ষেত্রে তিনগুন টাকা নিয়ে নিতো। কখনো পাসপোর্ট দিতো আবার কখনো টাকা ফেরত দিতো না। এ বিষয়ে জাল জালিয়াতিসহ অন্যের পাসপোর্ট নিজেদের দখলে রাখার অপরাধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

তিনি আরো বলেন, এ দালাল চক্রের সঙ্গে আর কারা জড়িত আছে এ বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতের ওইসব ব্যক্তিদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর