যুক্তরাষ্ট্রের নাগরিক ব্রিটিশ সরকারের অর্ডার অব দ্য ব্রিটিশ এমপায়ার পদকে ভূষিত এবং বাংলাদেশে নাগরিকত্বপ্রাপ্ত সিআরপি’র প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর বলেন, ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল গরীব অসহায় ও প্রতিবন্ধী মানুষের জন্য কাজ করার এবং তাদের পাশে দাঁড়ানো। ১৯৭৯ সালে বাংলাদেশে এসে দেখি এখানে প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনের তেমন কোন ব্যবস্থা নেই। এমনকি তাদের ঘিরে সামাজিক এবং অর্থনৈতিক কুসংস্কারও ছিল। তাদের জীবনযাপন, চলাফেরা, শিক্ষা ও চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং জীবনযাত্রার মান উন্নয়ন, চিকিৎসার কোন ব্যবস্থা ছিল না। তাই আমি বাংলাদেশে সিআরপি প্রতিষ্ঠা করি।
শনিবার দুপুরে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমেনা বাকী রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ আয়োজিত সিআরপি’র প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর-এর আগমন উপলক্ষে সাংবাদিক ও সুধীজনের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় স্কুলের শিক্ষার্থীরা তাকে নেচে-গেয়ে বরণ করে নেয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমেনা বাকি স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. আমজাদ হোসেন। তিনি বলেন, সিআরপি’র রাজশাহী বিভাগে শাখা রয়েছে। আমাদের দীর্ঘদিনের স্বপ্ন রংপুর বিভাগে বিশেষ করে দিনাজপুরে একটি সিআরপি শাখা প্রতিষ্ঠা করার। যাতে এ এখানকার গরীব, অসহায়, প্রতিবন্ধী ও পক্ষাঘাতগ্রস্থ মানুষরা অল্প অর্থে সিআরপি শাখার মাধ্যমে চিকিৎসা করাতে পারে।
এসময় ভ্যালেরি অ্যান টেইলর এর সাথে উপস্থিত ছিলেন ব্রিটিশ শিক্ষক এনডিউ মাইকেল রকফড, সিআরপি ডা. আবু বক্কর সরকার, ডা. আমজাদ হোসেনের সহধর্মীনি ডা. শামীমা আমজাদ, এবি ফাউন্ডেশনের পরিচালক শামসুল হক, প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, দিনাজপুর নাগরিক উদ্যোগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/ফারজানা