বাগেরহাট কারাগারে আটক ৬৩ ভারতীয় জেলেকে ৫টি ফিশিং ট্রলারসহ আজ বৃহস্পতিবার সকালে সমুদ্রপথে পুশব্যাক হরা হয়েছে।
বুধবার সকালে বাগেরহাট আদালতের বিচারক আটক এসব ভারতীয় জেলেদের মুক্তি দিলে তাদের সমুদ্রপথে পুশব্যাক করতে বিকালে মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বুধবার দিবাগত রাত ২টায় জোয়ারের সময় এসব জেলেদের মোংলা থেকে বঙ্গোপসাগরে উদ্দেশে নিয়ে যাওয়া হয়। সকালে এসব ভারতীয় জেলেকে সমুদ্রসীমার জিরো পয়েন্ট থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুশব্যাক করে।
গত বছরের ২ অক্টোবর থেকে ৪ দফায় এসব ভারতীয় জেলেকে বঙ্গোপসাগরে সুন্দরবন উপকূলে বাংলাদেশ সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে নৌবাহীনী ও কোস্টগার্ড সদস্যরা আটক করে। এই ৬৩ ভারতীয় জেলে মুক্তি পেলেও বঙ্গোপসাগরে সুন্দরবন উপকূলে বাংলাদেশ সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে বাগেরহাট কারাগারে আরও ৮২ ভারতীয় জেলে আটক রয়েছেন।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চেীধুরী জানান, ভারতীয় এই ৬৩ ভারতীয় জেলে বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ ও আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে সুন্দরবন উপকূলে মাছ শিকারের অপরাধে নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা গত বছরের ২ অক্টোবর থেকে ৫টি ফিশিং ট্রলারসহ ৪ দফায় আটক করে মোংলা থানায় হস্তান্তর করে। পরে এসব ভারতীয় জেলের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও আন্তর্জাতিক সমদ্র আইনে মামলা দায়ের করে বাগেরহাট কারাগারে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/কালাম