কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন নৌ-রুটে চলাচলকারী পর্যটকবাহী জাহাজ এমভি পারিজাত ও এমভি দোয়েল পাখি-১ নৌযান চলাচলে অনুমতি দিয়েছে আদালত। বুধবার এ দুটি জাহাজে করে ৪৭৪ পর্যটক সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গেছে। এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ নৌ বন্দরের ট্রাফিক কর্মকর্তা মো. জহির উদ্দিন ভুইয়া।
তিনি বলেন, আদালতের নির্দেশমতে এ দুটি জাহাজকে চলাচলে আর কোনো বাধা রইল না। বুধবার নৌ বাণিজ্য অধিদপ্তরের প্রিন্সিপাল কর্মকর্তা ক্যাপ্টেন মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত অফিস আদেশ মোতাবেক সুপ্রিম কোর্টে দায়েরকৃত সিভিল পিটিশন ফর লিভ টু আপিল-১৬৬/২০২০ এর আদেশ অনুযায়ী/আপিল নং-১৬৬/২০২০ খারিজ হওয়ায় এবং নৌ পরিবহন অধিদফতরের ঢাকার অফিসের আদেশ মোতাবেক গত ২৩ জানুয়ারি জারিকৃত স্থগিত আদেশ বাতিল করা হয়েছে।
নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম স্বাক্ষরিত অফিস স্মারকে এমভি পারিজাত ও এমভি দোয়েল পাখি-১ অনুকূলে স্থগিতাদেশ প্রত্যাহারপূর্বক চলাচলে অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রিট পিটিশন নং-১১৮১৭ শুনানি শেষে বিচারপতি হাসান ফয়েজ ছিদ্দিকির বেঞ্চের আদেশের প্রেক্ষিতে জাহাজ দুইটি গত ২৫ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ১৭ দিন টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পযটক পরিবহন বন্ধ ছিল।
এমভি পারিজাত ও এমভি দোয়েল পাখি-১ এর পরিচালক ও বে অব বেঙ্গল গ্রুপের এমডি তোফায়েল আহমদ বলেন, আদালতের রায়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন।কিছু কুচক্রি মহল এমভি পারিজাত ও এমভি দোয়েল পাখি জাহাজ দুটির বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। টেকনাফ-সেন্টমার্টিন নৌ পথে চলাচলের আদেশ পাওয়ার পর গতকাল বুধবার থেকে পুনরায় জাহাজ দুটি চলাচল শুরু করেছে এবং ট্যুর অপারেটরদের পর্যটক নিয়ে নিয়মিত চলাচল করবে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ নৌপথে জাহাজ চলাচল জেলা প্রশাসকের কার্যালয় থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে আদালতে আদেশ মতে, পর্যটক নিয়ে দুটি জাহাজ এমভি পারিজাত ও এমভি দোয়েল পাখি-১ সেন্টমাটিন গেছে বলে নৌ বন্দরের ট্রাফিক কর্মকর্তার মাধ্যমে শুনেছি।
বিডি প্রতিদিন/ফারজানা