কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের মসজিদ মার্কেটের সামনে থেকে ৬ হাজার ৮শ' পিস ইয়াবাসহ মোঃ আবু তাহের (৩৮) নামে এক মাদক কারবারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার সন্ধ্যা ৬ টার দিকে এ অভযান চালানো হয়। আটক আবু তাহের উখিয়া রাজাপালং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডস্থ টিএনটি শীলের ছড়া এলাকার কবির আহমেদের ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চান মিয়া বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক কক্সবাজার সদর থানায় নিয়মিত মামলা দায়ের করেন।
এ মামলায় আবু তাহেরকে একমাত্র আসামি করা হয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সোমেন মন্ডল।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন