জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে গোপালগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো: মেস্তাফিজুর রহমান পিএএ।
জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আলীসহ জেলা ও পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক, সামাজিক এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন