চাঁদপুরে পার্কে ঘুরতে নিয়ে প্রেমিকের ছুরিকাঘাতে দীপা রানী মাঝী নামের এক প্রেমিকা রক্তাক্ত জখম হয়েছে। পরে তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ছুরিকাঘাতে প্রচন্ড রক্তক্ষরণ হওয়ায় দীপা রানী জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। শরীরের ভেতরে রক্তক্ষরণের আশংকায় দেড় ঘণ্টা অপারেশনেও তার শরীর থেকে ছুরি বের করা সম্ভব হয়নি।
সোমবার দুপুরের পরে আশিকাটি ইউনিয়নের ফাইভ স্টার পার্কে ঘটনাটি ঘটেছে। আহত দীপা রানী হাইমচর উপজেলার পশ্চিম চরকৃষ্ণপুর গ্রামের জগ্নেশর মাঝির মেয়ে। ঘটনার পর স্থানীয়রা প্রেমিক যুবক দীপু মজুমদারকে আটক করে চাঁদপুর মডেল থানায় সোপর্দ করেছে।
দীপা জানায়, রায়পুর জেলার তার মামা বাড়ির ক্যাম্পেরহাট এলাকায় দীপু মজুমদার নামের এক যুবকের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। কয়েকদিন পূর্বে পারিবারিকভাবে তার অন্যত্র বিয়ে ঠিক হয়। এরই সূত্র ধরে ঘটনার দিন সকালে তাকে পার্কে ডেকে আনে দীপু মজুমদার। অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় দীপু রাগে ক্ষোভে তার পেটের ডান দিকে ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে।
চিকিৎসক ডা. রফিকুল হাসান ফয়সাল জানান, প্রায় দেড় ঘণ্টা প্রচেষ্টার পরও ছুরিটি বের করতে পারিনি। পরে তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানেও মারাত্মক জখম রয়েছে। তাৎক্ষণিক তাকে এক ব্যাগ রক্ত দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার