শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারি ঘোড়া গ্রামা গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে রবিবার দুপুরে প্রতিপক্ষের হামলায় দুদু মিয়া (৫০) নামে এক কৃষক খুন হওয়ার খবর পাওয়া গেছে। হামলায় দুদুর ছেলে সাইদুর রহমান গুরুতর আহত হয়ে জামালপুর জেনারেল হামপাতালে ভর্তি আছেন।
জানা গেছে, নিহত কৃষক দুদু মিয়ার সাথে এক বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী লিটন ও মঞ্জুর সাথে বিরোধ চলছিল। এ নিয়ে দুপক্ষের মামলা চলমান আছে। আজ দুপুরে দুদু মিয়া ও তার ছেলে ওই বিরোধপূর্ণ জমিতে গেলে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে পিতাপুত্রকে গুরুতর আহত অবস্থায় জামালপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার দুদু মিয়াকে মৃত বলে গোষণা করে।
এই ঘটনার প্রেক্ষিতে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল)আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, অভিযুক্তদের ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মামলা প্রক্রিয়াধীন আছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার