বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে নিখোঁজের দু'দিন পর আবুল হোসেন নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বেলা ১০টার দিকে ইন্দুরকানি উপজেলার চরবলেশ্বর গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
আবুল হোসেন মোরেলগঞ্জের বদনীভাঙ্গা গ্রামের মৃত ডালিম খানের ছেলে। তিনি বিভিন্ন এলাকায় বড়শি দিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। শনিবার বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন।
ইন্দুরকানি থানার ওসি মো. আবুল হোসেন বলেন, সোমবার সকালে স্থানীয় লোকজন মাঠের মধ্যে একটি গাছের সাথে মৃতদেহ ঝুলতে দেখে পুলিশে খাবর দেয়। সে অনুযায়ী ইন্দুরকানি থানা পুলিশ একটি অপমৃত্যু মামলা রেকর্ড করে আবুল হোসেনের মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেম শেষে আজ বিকেলে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।
আবুল হোসেনকে টাকা পয়সার লেনদেনের জন্য পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার বড় ছেলে শুকুর আলী। পিরোজপুর জেলা পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম ও পিরোজপুর জেলা পিবিআই’র একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডি-প্রতিদিন/মাহবুব