নোয়াখালীর সোনাইমুড়ীতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের দুর্লভ তিন শতাধিক ছবি নিয়ে উপজেলা কমপ্লেক্সের ২য় তলা জুড়ে স্মৃতিপটে বঙ্গবন্ধু ও চেতনায় ৭১ ফটোগ্যালারি তৈরী করা হয়েছে।
সোমবার দুপুরে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার টিনা পালের উদ্যোগে আয়োজিত ফটোগ্যালারির উদ্বোধন করেন জেলা প্রশাসক তন্ময় দাস।
সোনাইমুড়ী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার টিনা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, গান্ধী আশ্রম ট্রাস্টের সচিব তরণী কুমার দাস, এ বি এম ফারুক, অংগ্যজাই মারমা, এ কে এম শফিকুর রহমান, মমিনুল ইসলাম বাকের, আ ফ ম বাবুল (বাবু), নিজাম উদ্দিন প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন