মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘ঐতিহাসিক ৭ই মার্চ ও স্বাধীনতার ঘোষণা’ শীর্ষক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার বিশ্ববিদ্যায়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সেমিনার হলে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও ইতিহাসবিদ প্রফেসর ড. মুনতাসীর মামুন। সভাপতিত্ব করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও লেখক স্বদেশ রায়। স্বাগত বক্তব্য রাখেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী উদযাপন সেমিনার ও প্রদর্শনী উপ-কমিটির আহবায়ক প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান আলোচক বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ বেতারের বজ্রকন্ঠ নামে অনুষ্ঠানে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রচার করা হত। ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ নিজে মুক্তযুদ্ধ করছে। ৭ই মার্চের ভাষণ উৎসাহ উদ্দীপনা নিয়ে মহান মুক্তিযুদ্ধে ১৬ই ডিসেম্বর পর্যন্ত কাজ করেছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম